‘জঞ্জাল’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : একটা সুন্দর পৃথিবীর জন্য মানুষ এক প্রাণপন চেষ্টা করছে। যেখানেই মানুষ অসুন্দর দেখছে, সেখান থেকেই তাকে বিদায় করে দিচ্ছে। খুব বেশি দিন দেরি নেই যখন সুন্দরের প্রেমে, অসুন্দরের বিরুদ্ধে গোটা মানবজাতি জেগে ওঠবে। এটা তো আর একসঙ্গে হবে না! ছোট ছোট জায়গা থেকে শুরু করতে হবে। যেমন- কবি সুকান্ত বলেছেন, “তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ/ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,/ এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাবো আমি/” পৃথিবীকে সুন্দর করতে হলে সবার আগে তাই সবখান থেকে ‘জঞ্জাল’ সরিয়ে ফেলতে হবে। সুকান্তের কবিতা পাঠ করে সেই শিক্ষা আয়ত্ব করতে হবে। যেটা কুমিল্লার মো. আজমির হোসেন করেছেন। একেবারে ধন্য ধন্য রব পড়ে গেছে আরকি! গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বেতলতলী এলাকায় থাকা অন্তত ৫০টি বকুল ফুলের গাছ কেটে ফেলা হয়েছে। যে ব্যক্তি এই কাজটি করেছেন তার নাম আজমির হোসেন। সড়ক ও জনপথ বিভাগের মামলায় পরে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে গাছগুলো কেটে ফেলার ব্যাপারে আজমির হোসেনের মধ্যে ন্যূনতম অনুশোচনাও দেখা যায়নি। বরং গাছগুলো কাটা নিয়ে তার নির্লিপ্ত স্বীকারোক্তি হচ্ছে, ‘ডিভাইডারের এই গাছগুলো আবর্জনার মতো লাগে, কোনো কামের না। এর লাইগ্যা কাইট্টা ফালাইছি। এইখানে এখন কলা, কাঁঠাল, আম, পেঁপেগাছ লাগাইতেছি। আর জায়গাটার মধ্যে শাকসবজির চাষ করমু।’ তিনি শুধু গাছই কাটেননি, সেগুলোকে আগুনে পুড়িয়ে লাকড়ির জন্য ব্যবহারও করেছেন। এই ধ্বংসাত্মক কাজকে তিনি ‘ভালো কাজ’ হিসেবে আখ্যায়িতও করেছেন।
প্রথম পাতা
গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার
জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলুন
জাতীয় সম্পদ রক্ষায় গণআন্দোলনের ডাক সিপিবির
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে বাম জোটের প্রতিক্রিয়া
শক্তিশালী ও প্রাণঘাতী ভূমিকম্পে কাঁপল দেশ, নিহত অন্তত ১০
কাস্তে মার্কার প্রার্থীদের মনোনয়ন আবেদন গ্রহণ শুরু
২০২৬ সালের জন্য সিপিবির সদস্যপদ নবায়ন প্রসঙ্গ
দেশবিরোধী বন্দর-টার্মিনাল চুক্তি জনগণ মানে না
মানবমুক্তির লড়াইয়ে গণসংগীত আমাদের শক্তি যোগায় : উদীচী
জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয় : সিপিবি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..