কাস্তে মার্কার প্রার্থীদের মনোনয়ন আবেদন গ্রহণ শুরু
একতা প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কায় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে গত ২০ নভেম্বর। মনোয়ন আবেদন বিতরণ ও জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।
গতকাল ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়েছে। মনোনয়ন আবেদন ফরম বিতরণ ও জমা দেয়ার জন্য ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নির্বাচনী দপ্তর খোলা হয়েছে। প্রতি আসনের জন্য আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
সিপিবি ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থা রুখে দেয়ার অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে ৩০০ আসনে প্রতিদ্বদ্বিতা করবে। এ লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতির পাশাপাশি রাজপথের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনসহ বিভিন্ন দাবিতে আগামী ২৬ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন ঘেরাও, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় অনিয়ম ও লাভজনক টার্মিনাল বিদেশী কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে ২৩ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ ডিসেম্বর ‘যমুনা যাত্রা’ কর্মসূচিসহ ইতোমধ্যে কয়েকটি কর্মসুচি ঘোষিত হয়েছে।
প্রথম পাতা
জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলুন
জাতীয় সম্পদ রক্ষায় গণআন্দোলনের ডাক সিপিবির
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে বাম জোটের প্রতিক্রিয়া
শক্তিশালী ও প্রাণঘাতী ভূমিকম্পে কাঁপল দেশ, নিহত অন্তত ১০
‘জঞ্জাল’
২০২৬ সালের জন্য সিপিবির সদস্যপদ নবায়ন প্রসঙ্গ
দেশবিরোধী বন্দর-টার্মিনাল চুক্তি জনগণ মানে না
মানবমুক্তির লড়াইয়ে গণসংগীত আমাদের শক্তি যোগায় : উদীচী
জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয় : সিপিবি
গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন