কাস্তে মার্কার প্রার্থীদের মনোনয়ন আবেদন গ্রহণ শুরু

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কায় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে গত ২০ নভেম্বর। মনোয়ন আবেদন বিতরণ ও জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। গতকাল ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়েছে। মনোনয়ন আবেদন ফরম বিতরণ ও জমা দেয়ার জন্য ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নির্বাচনী দপ্তর খোলা হয়েছে। প্রতি আসনের জন্য আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। সিপিবি ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থা রুখে দেয়ার অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে ৩০০ আসনে প্রতিদ্বদ্বিতা করবে। এ লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতির পাশাপাশি রাজপথের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনসহ বিভিন্ন দাবিতে আগামী ২৬ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন ঘেরাও, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় অনিয়ম ও লাভজনক টার্মিনাল বিদেশী কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে ২৩ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ ডিসেম্বর ‘যমুনা যাত্রা’ কর্মসূচিসহ ইতোমধ্যে কয়েকটি কর্মসুচি ঘোষিত হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..