কমরেড আবুল কালাম আকালের মৃত্যুবার্ষিকী পালিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
পাবনা সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে গত ২০ নভেম্বর সকালে সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির সাবেক সভাপতি, গেরিলা বাহিনীর পাবনা জেলার ক্যাম্প ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা কৃষক নেতা কমরেড আবুল কালাম আকালের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঈশ্বরদী রহিমপুর গোরস্থানে তার সমাধিতে পুষ্পমালা অর্পন করে শ্রদ্ধা জানান সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি ডা. অলোক মজুমদার, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি গোলজার হোসেন, সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ, সিপিবি পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কৃষক সমিতি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, আবুল কালাম আকালের ছেলে সাগর, নাতি মেসকাত রহমান, মেহেরাব প্রমুখ। কমরেড আবুল কালাম আকালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করে উপস্থিত নেতাকর্মীরা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..