কমরেড দাউদ হোসেনের প্রয়াণে সিপিবির শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মার্কসবাদী তাত্ত্বিক, বাংলাদেশ কমিউনিস্ট কর্মী সংঘের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড দাউদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গত ২১ নভেম্বর শোক বার্তায় সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, জীবদ্দশায় কমরেড দাউদ হোসেন মার্কসবাদী সাহিত্য রচনা ও অনুবাদে অনন্য অবদান রেখে। তার অনুদিত ‘রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ’, সম্পাদিত মার্কসের ‘পুঁজি’ গ্রন্থসহ বাংলাদেশের মার্কসবাদ চর্চায় তার কাজসমূহ স্মরণীয় হয়ে থাকবে। সমাজ প্রগতি, শোষণমুক্তি, মানুষের স্বাধীনতা ও অধিকারের স্বপক্ষে তিনি আজীবন নিবেদিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, কমরেড দাউদ হোসেন তার জীবদ্দশায় রাজনীতিবিদ পরিচয়ের উর্ধে উঠে লেখক, অনুবাদক ও প্রকাশক হিসেবে বিপ্লবী প্রজন্ম নির্মাণে নিজেকে নিবেদিত করেছিলেন। আমেরিকান আদিবাসী রেড ইন্ডিয়ানদের ইতিহাসের ভিত্তিতে ডি ব্রাউন রচিত গ্রন্থের অনুবাদ ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ সংবেদনশীল পাঠকদের প্রিয় পাঠ্য। উল্লেখ্য ৮২ বছর বয়সী কমরেড দাউদ হোসেন ২১ নভেম্বর বেলা ১১টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..