‘শহীদ লখাই হাওলাদার লড়াই সংগ্রামের প্রতীক’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গাজীপুর সংবাদদাতা : ক্ষেতমজুর সমিতি গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গাজীপুরের হাতিয়াব অঞ্চলে খাসজমি আন্দোলনে জোতদারের সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত সংগঠনের সদস্য শহীদ লখাই হাওলাদারের ৩৭তম হত্যাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর পৌর সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ১৭ নভেম্বর সকাল ১০টায় আলোচনা সভার শুরুতে শহীদ লখাই হাওলাদারসহ ক্ষেতমজুর আন্দোলন তথা গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করে। সভায় সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এসময় আলোচনা করেন, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন খান, সিপিবি গাজীপুর জেলা সভাপতি ডা. রতীশ কুমার দেবনাথ, উদীচী গাজীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্ষেতমজুর সমিতি গাজীপুর জেলা সহ-সভাপতি দুলাল সিকদার, কৃষক সমিতির মাতাবুর রহমান, ছিদ্দিক ফকির, শ্রমিক নেতা সানাউল্লাহ মণ্ডল, ফরিদ প্রধান, বৃন্দাবন প্রমুখ। আলোচনায় নেতৃবৃন্দ শহীদ লখাই হাওলাদারের জীবন সংগ্রামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..