দেশকে রক্ষা করতে বামপন্থি সরকারের বিকল্প নেই

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চাঁদপুর সংবাদদাতা : মানুষের জান-মাল নিরাপত্তা হুমকিতে রয়েছে। দেশের ইতিহাস-সংস্কৃতির উপর উগ্র মৌলবাদীদের আঘাত চলছে। দেশকে রক্ষা করতে হলে বামপন্থি সরকারের বিকল্প নেই। সে কারণে কাস্তে মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বৈষম্যবিরোধী সমাজ গড়ে তুলতে হবে। গত ১৫ নভেম্বর বিকাল ৫টায় চাঁদপুর সদরের পুরাণবাজার লোহারপুল এলাকার ব্যবসায়ী-দোকানী ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি ও গণসংযোগকালে সিপিবির প্রার্থী জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) নির্বাচনী এলাকার কাস্তে মার্কার সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কার ভোট দেওয়ার কারণ হিসেবে বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ যাবত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দুঃশাসন হটানোর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বদানকারী দল হচ্ছে কমিউনিস্ট পার্টি। মুক্তিযুদ্ধের ৫৪ বছর গত হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে অবিচল আছে। মানুষের ভাগ্যের উন্নয়ন করতে সংগ্রাম অব্যাহত আছে। জাতীয়-আন্তর্জাতিক ইস্যুতে কমিউনিস্টরা সরব। বর্তমানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়ার প্রতিবাদে বামপন্থিরা সোচ্চার। তাই চট্টগ্রাম বন্দর ও সার্বভৌমত্ব রক্ষার্থে কাস্তে মার্কায় ভোট দিন। কাস্তে মার্কার গণসংযোগকালে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..