স্কপের সঙ্গে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এবং বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন-এর যৌথ সভা গত ২০ নভেম্বর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কপ এর যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, স্কপের পরিচালনা পরিষদের যুগ্ম সমন্বয়কারী আহসান হাবীব বুলবুল, সালেহ উদ্দিন আহমেদ, এ এম ফয়েজ হোসেন, আবুল কালাম আজাদ, শামীম আরা, কাজী রুহুল আমিন প্রমুখ। বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন, ডা. আবু সাঈদ, মাহমুদ সেলিম, অমিত রঞ্জন দে, সেকেন্দার হায়াত, জাহাঙ্গীর আলম নান্নু, শাহীন ভূঁইয়া, বাহাউদ্দিন শুভ, গৌতম শীল প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বন্দর রক্ষার আন্দোলন জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার লাল দিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পানগাও কনটেইনার বিদেশি কোম্পানির সাথে ইজারা দেওয়ার যে চুক্তি করেছে তা বাতিলের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..