এবার বাসে রং মাখানোর মন্ত্রীও লাগবে দেখছি!

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ঢাকার মতো এমন শহর বিশ্বে পাওয়া মুশকিল। বায়ু দূষণে শীর্ষে, যানজটে শীর্ষে, জীবনযাত্রার খরচে উপরের দিকে। শত বিলিয়ন ডলার ঋণ ছাড়িয়ে যাওয়া একটা দেশে, যেখানে বছর বছর মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে চোখ রাঙায়, শিক্ষা-স্বাস্থ্য-অন্ন-বস্ত্র-বাসস্থান কোনোকিছুরই নিশ্চয়তা নেই, উল্টো এসব মৌলিক মানবাধিকার অন্যের পকেট কাটার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই দেশের রাজধানীর এমন শনৈ শনৈ ‘উন্নতি’ হিসেব করলে, ঢাকাবাসীর ধৈর্য্যর প্রশংসা না করে উপায় থাকে না। অবশ্য তাদের জন্য বিনোদনের খোরাকও এখন কম নেই। না, সুস্থ বিনোদন যেমন পর্যাপ্ত মাঠ, নাটক-সিনেমা হলের বিস্তার, খেলাধুলা এসবের কথা বলছি না। রম্য বা স্যাটায়ারধর্মী বিনোদনের কথা বলছি। তাই বলে একে অসুস্থ বিনোদন মনে করবেন না যেন। আপাতত একে ‘অক্ষমের ক্ষোভের বহিঃপ্রকাশের’ একটি মাধ্যম ধরতে পারেন। যেখানে সংঘবিহীন আপদে থাকা মানুষ নিজের বা অন্যের এমন কোনো কথা বা কাজে আনন্দ খুঁজে নিতে পারে, যা তাকে বাস্তবিক বিপদ-আপদের শঙ্কা মন থেকে খানিকক্ষণ দূরে রাখতে সহায়তা করে। আবার একে মাধ্যম বিবেচনায় নিয়ে ক্ষমতাসীনরাও মানুষদের সঙ্গে কৌতুক করেন। সরাসরি না বলে কৌতুকের মাধ্যমে জনগণকে তাচ্ছিল্য করে বুঝিয়ে দেন, তারা আর কাউকে গুনেন না। গোনা লাগেও না, তা না জনগণ, না ভোট। সরকারের পক্ষ থেকে তাচ্ছিল্যমার্কা মন্তব্য উপহার দেওয়ার জন্য এর মন্ত্রী-উপমন্ত্রীরা বেশ সুবিদিত। তারা কোনো একটা সমস্যা নিয়ে এমনভাবে বলবেন, শুনে মনে হবে ‘তাইতো’। এই যেমন সড়ক পরিবহনমন্ত্রী সম্প্রতি রাজধানীতে লক্কড়ঝক্কড় বাস চলা প্রসঙ্গে বলেছেন, ‘সরকারের গাফিলতির কী আছে? বারবার বলা হলেও বাসের চেহারা বদলাচ্ছে না। এখন আমি মন্ত্রী নিজে গিয়ে কী রং করাবো?’ আহারে কী ক্ষমতাহীন এরা! বাস মালিকদের সঙ্গেই পারছে না। কী যে দুর্বল! বলে করানো যাচ্ছে না, সরকারি কোনো ‘মেকানিজম’ কাজেও দিচ্ছে না। এখন কি না মন্ত্রীকেই রং করতে যেতে হবে! কী দুর্ভাগা আমরা। অহেতুক মন্ত্রীকে চাপাচাপি করছি। সবতো মেনেই নিতে হচ্ছে। এটাও মেনে নেওয়া ভালো। আমরা বরং সরকারকে আরও সুবিধা করে দিই। দাবি তুলি, বাসে রং করার জন্যও একজন আলাদা মন্ত্রী চাই। এতবড় রংমহলে আরেকটা সঙ এলে ক্ষতিই বা কী হবে শুনি।
প্রথম পাতা
সাহস ও দৃঢ়তার সাথে ‘দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম’ অগ্রসর করুন
‘শ্রেণি সংগ্রাম এগিয়ে নেওয়ার পথ প্রদর্শক কমরেড সুনীল রায়’
বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ উদীচীর
মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে কমিউনিস্ট পার্টির বিকল্প নেই
তীব্র গরমের অস্বস্তি সর্বত্র হাসপাতালে বাড়তি রোগী
১৬-১৮ মে ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন
শুভ জন্মদিন কমরেড লেনিন
চলে গেলেন শিবনারায়ণ দাস
অঙ্গীকার পূরণ হয়নি দুর্ঘটনা বেড়েছে
‘অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধ কর’
গার্মেন্ট শ্রমিক নেতা মো. মাসুদ ও রিফাত হোসেনের মুক্তি দাবি
‘সেলিব্রেটি উপাচার্য’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..