‘গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করুন’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ঢাকা মহানগরে গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। গত ১১ মে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৪৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে সূত্রাপুরের লালকুঠিতে সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা রতন কুমার দাসের সভাপতিত্বে ও শাখা সম্পাদক কমরেড দীপায়ন হোসেনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পার্টির সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, আনোয়ার হোসেন, জয় বণিক, প্রিতম ফকির প্রমুখ। বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ মহানগর জুড়েই গ্যাস-পানির সংকট চলছে। চলছে লোডশেডিং। এসবের পেছনের কারণ হলো সরকার দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। তারা ক্ষমতাকে উপভোগ করছে কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানবিক করিডোরের নামে আমাদের দেশকে তারা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি কালক্ষেপণ না করে গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করতে চায়। একমাত্র নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ এবং রাষ্ট্র পরিচালনার অধিকার সংরক্ষণ করেন। বক্তারা বলেন, আমরা গ্যাসের বিল দিচ্ছি আবার সিলিন্ডারও কিনছি। রান্নায় খরচ বেড়েছে দ্বিগুণ। আমি বিল দেবো কিন্তু সেবা পাবো না, আবার তারজন্য যারা দায়িত্বে আছে তারা জবাবদিহি করবে না এমনটা চলতে পারে না। জনগণ ফুসে উঠলে কি হয় তা গণঅভ্যুত্থান শিখিয়েছে। তাই গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এদিকে, গত ১৬ মে বিকালে সিপিবি ৪৪ নং ওয়ার্ড শাখা, সূত্রাপুরের কাঠেরপুলে সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে বক্তারা, সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশনে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া এবং কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে ফেলতে চায় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্টে মেটিকুলাস প্লানে বাংলার মানুষের গণঅভূত্থানের আকাঙ্ক্ষা আজ বেহাতের পথে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে তাদের প্রবল অনীহা। এদিকে ঢাকা জুড়ে তীব্র গ্যাস সংকট। লাইনে পানি থাকে না, আর লোডশেডিং শুরু হয়ে গেছে। এভাবে আর কত দিন চলবে তা কেউ জানে না। শাখা সম্পাদক ধনেশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও সহকারী শাখা সম্পাদক সাগর হোসেন সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, শাখার সদস্য তনিমা নাহার সোমা, ছাত্রনেতা প্রিজম ফকির প্রমুখ।
শেষের পাতা
বাজেট কমিয়ে শিক্ষাকে পণ্যে রূপান্তর করার পাঁয়তারা
‘জাতীয় ও শ্রমিক স্বার্থবিরোধী কোন চুক্তি করতে দেওয়া হবে না’
বাংলাদেশ নিয়ে সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রতিবাদে দেশজুড়ে সিপিবির সমাবেশ
চট্টগ্রাম কলেজে শহীদ শাহাদাতের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি
ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে সিপিবির শোক
গ্রামীণ মজুরদের রেশন-পেনশন চালুর জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে
সমতলের আদিবাসীদের জন্য পৃথক বরাদ্দ ও দপ্তর স্থাপনের দাবি
৭ দিনের সংবাদ...
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে
মৎস্যজীবী জেলেদের বিক্ষোভ ও খোলা চিঠি প্রেরণ
৩০০ শিক্ষার্থীর জন্য দুইজন শিক্ষক ব্যাহত হচ্ছে পড়াশোনা
জামায়াত নেতা আজহারকে বেকসুর খালাস ঘোষণার রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..