নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টর-কে পদত্যাগ করতে হবে
একতা প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ন আহ্বায়ক মাসুম রানা জয় ও সালাউদ্দিন আম্মার নিলয় এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য-কে হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, নিজ বিশ্ববিদ্যালয়েই একজন শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী নিরাপদ নন। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবেই এড়াতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের আর দায়িত্ব পালনের কোন নৈতিক অধিকার নেই। আমরা সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। সাম্যকে হত্যার পেছনে কোন রাজনৈতিক শক্তির মদদ রয়েছে কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচন করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে আর কোন হত্যাকাণ্ড দেখতে চাই না। অবিলম্বে সাম্য হত্যার বিচার ও ব্যর্থ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য-কে গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
প্রথম পাতা
গণতন্ত্র কায়েমে বৃহত্তর ঐক্যের লড়াই অনিবার্য
যুদ্ধাপরাধী আজহারুলের ‘বেকসুর’ খালাস
শ্রমিক-কর্মচারীদের সকল পাওনাদি ঈদের আগেই পরিশোধের দাবি
হাতিয়ার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়ে গেছে নিঝুমদ্বীপ
চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় ছাত্রদের মিছিলে হামলার নিন্দা
প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন
কমরেড শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে শোক
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অসত্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত
নোটিশ
মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের আকাঙ্ক্ষা থেকে দেশ দূরে সরে যাচ্ছে
‘যুদ্ধাপরাধীর মুক্তি স্বাধীনতাযুদ্ধের চেতনার ওপর এক নির্মম আঘাত’
‘চট্টগ্রাম বন্দরের দিকে স্বার্থবাদী শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে’
Login to comment..