মে দিবসে বিভিন্ন সংগঠনের নানামুখী কর্মসূচি

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

মহান মে দিবসে রাজধানীতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের লাল পতাকা মিছিল
একতা প্রতিবেদক : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিকের ১০ দফা সংগ্রাম কমিটি, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ হর্কাস ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশজুড়ে নানারকম কর্মসূচি (মিছিল, সমাবেশ, জনসভা, আলোচনা সভা) অনুষ্ঠিত হয়েছে। মহান শ্রমিক দিবসে স্মরণে দিনটি পালন করে নেতৃবৃন্দ। সমাবেশ থেকে নেতারা অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা চালু, কর্মঘণ্টা নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হওয়া স্বাধীন বাংলাদেশের আকাঙ্খা ছিল সকলের হাতে কাজ ও সকলের মুখে ভাতের নিশ্চয়তার দায়িত্ব রাষ্ট্র পালন করবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেলেও সে আকাঙ্খা বাস্তবায়িত হয়নি বরং শ্রমজীবী মেহনতি মানুষের ওপর শোষণ-নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। ধনী আরও ধনী হচ্ছে, গরীব ধুকে ধুকে মরছে। শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও শোষণহীন রাষ্ট্র গড়তে হলে সমাজতন্ত্রের সংগ্রামই একমাত্র পথ, তাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করুন। গত ১ মে সকাল ১১ টায় মহান মে দিবস উপলক্ষে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঢাকা মহানগরীতে রিকশার সুসজ্জিত র্যা লি ও পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে শ্রমিক সমাবেশে বক্তারা এসব বক্তব্য তুলে ধরেন। পুরানা পল্টনের সমাবেশে আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক লিটন নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মৃধা প্রমুখ। সমাবেশে বক্তারা শ্রমিকের জীবন ও জীবিকা সুরক্ষায় অবিলম্বে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন, শ্রমিকের জন্য রেশনের ব্যবস্থা করাসহ সংগঠনের ১০ দফা দাবি উত্থাপন করেন। সমাবেশ শেষে একটি সুসজ্জিত রিকশা-ভ্যান-মিশুক-ইজিবাইকের মিছিল ঢাকা মহানগরীর প্রধান প্রধান সড়ক (পুরানা পল্টন মোড়-দৈনিক বাংলা মোড়-প্রেসক্লাব-হাইকোর্ট চত্ত্বর-শহীদ মিনার-পলাশী-আজিমপুর-সেকশন বেড়িবাঁধ হয়ে মোহাম্মদপুর চার রাস্তা-বসিলা) প্রদক্ষিণ করে। চা শ্রমিকের ১০ দফা সংগ্রাম কমিটি চা-শ্রমিক বাঁচাও, চা-বাগান বাঁচাও স্লোগানকে সামনে রেখে খাদিম চা-বাগানে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে মহান মে দিবসে সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের নাগরিক অধিকার আদায়ের মাইলফলক

হিসেবে উদযাপিত হয় এই দিন। চা-শ্রমিক জনগোষ্ঠী বাংলাদেশের সর্বাপেক্ষা নিপীড়িত লাঞ্চিত জনগোষ্ঠী। মাত্র ১৭০ টাকা মজুরিতে দিনের পর দিন অমানুষিক পরিশ্রম করেন চা-শ্রমিকরা। পূর্বপুরুষের তৈরি করা ভূমিতে নেই আইনি স্বীকৃতি। ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত চা-জনগোষ্ঠী নিজেদের অধিকার আদায়ের জন্য ক্রমাগত লড়াই চলমান করে যাচ্ছেন। চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও খাদিম চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি চা-শ্রমিকনেতা সবুজ তাঁতী এবং সঞ্চালনা করেন সংগঠনের সংগঠক মনীষা ওয়াহিদ। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন সুমন, সংগঠনের সমন্বয়ক এস এম শুভ প্রমুখ। চা-শ্রমিক সমাবেশের পূর্বে মে দিবসের মিছিল চা-বাগান প্রদক্ষিণ করে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়। বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া : বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে মহান মে দিবসের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ। এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ইদ্রীস আলী, আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নদের চান মিয়া, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আলম পারভেজ, সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সংগঠনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। নারায়ণগঞ্জ : গার্মেন্ট শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন, মামলা-হয়রানি বন্ধ করে শ্রমিক স্বার্থে শ্রম আইন প্রণয়ন ও সকল শ্রমিক হত্যার বিচার দাবিতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র-এর উদ্যোগে মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে সকাল সাড়ে ৯ টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও শহরে লাল পতাকার মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি আ. হাই শরীফ, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইউছুব, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার

সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে শ্রমিকরা নাজেহাল। আসন্ন বাজেটে আলাদা বরাদ্দ দিয়ে রেশনিং প্রথা চালু ও শ্রমিক স্বার্থবিরোধী আইন বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং সকল শ্রমিক হত্যার বিচারের দাবি জানান। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে মহান মে দিবসে সকাল সাড়ে ৮টায় জেলা সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গণে গার্মেন্ট টিইউসির সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা দুলাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেতা বিমল কান্তি দাস, জাকির হোসেন, দিলীপ কুমার দাস, মোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, রাকিব হোসেন, একেএম আনিসুজ্জামান, মৈত্রী ঘোষ প্রমুখ। সমাবেশ শেষে নারায়ণগঞ্জ শহরে মিছিল অনুষ্ঠিত হয়। আশুলিয়া : মে দিবসে আশুলিয়ার রূপায়ণ মাঠে শ্রমিকনেতা লুৎফর রহমান আকাশের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসি’র সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম। সমাবেশে আরো বক্তব্য রাখেন, শ্রমিকনেতা মোহাম্মদ শাহজাহান, শহীদুল ইসলাম, শেখ রাসেল, ইঞ্জিনিয়ার রুহুল আমীন প্রমুখ। গাজীপুর : গত ১ মে বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের বড়বাড়ি মির্জা হাইস্কুল মাঠে মহান মে দিবসে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা জিয়াউল কবির খোকনের সভাপতিত্বে ও আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ ও সহ-সভাপতি শ্রমিকনেতা জলি তালুকদার। সমাবেশে আরো বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আকলিমা আক্তার ডলি, ফারুক হোসেন, ইকবাল আহমেদ, জাহাঙ্গীর আলম, বাবলু হাসান, আনোয়ার হোসেন, ইব্রাহীম ফকির, ময়না বেগম প্রমূখ। কাঁচপুর : গত ৩ মে বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ডে মহান মে দিবস উপলক্ষে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কাঁচপুর-রূপগঞ্জ-বন্দর আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকনেতা মন্টু ঘোষ, আরও বক্তব্য রাখেন, দুলাল সাহা, আব্দুস সালাম বাবুল, দিলীপ কুমার দাস, ইলিয়াস হোসেন নিপু প্রমুখ। সভাপতিত্ব করেন শ্রমিকনেতা শফিকুল ইসলাম। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মহান মে দিবসে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা পূর্ণাঙ্গ কৃষি শ্রম আইন চালু, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও সর্বত্র ন্যায্য মজুরি নিশ্চিত কর, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, বিনা জমায় পেনশনের দাবি জানানো হয়। কুমিল্লা : মহান মে দিবসে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা কমিটি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর, জেলা কমিটির সভাপতি খলিলুর

রহমান বাঙালি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য সুফিয়া খাতুন, জেলার নেতা আব্দুল ওয়াদুদ, মোখলেছুর রহমান, লিটন দে, মনোয়ারা বেগম, আবুল কাসেম, জামাল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি পিরোজপুর জেলা কমিটি মহান মে দিবস পালন করে। উপজেলা কমিটির সভাপতি আব্দুল হালিম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তপন বসু, সিপিবি নেতা শিক্ষক স্বপন চক্রবর্তী, অ্যাড বাহাদুর হোসেন, ক্ষেতমজুর সমিতির পিরোজপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ প্রমুখ। নেত্রকোণা : নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবি সহ সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, ক্ষেতমজুর সমিতির নেতা হাবিবুর রহমান, কনক পণ্ডিত, শ্রমিক নেতা কৃষ্ণবিশ্ব শর্মা, যুব ইউনিয়ন নেতা পুলক কুমার দে, ছাত্র ইউনিয়ন নেতা আজিজুর রহমান সায়েম প্রমুখ। সিরাজগঞ্জ (কাজিপুর) : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া গ্রামে মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাম ফারুক, সাবেক ইউ পি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন। সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ (তাড়াশ, বেলকুচি) : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মে দিবসের সমাবেশে বক্তব্য রাখেন আব্দুস সোবহান, আব্দুস সামাদ, আবুল কাশেম প্রমুখ। এছাড়াও বেলকুচি উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসহাক আলী। বক্তব্য রাখেন সোহাগ জয়, আব্দুল আলিম, খোকন সরকার, আশরাফুল মন্ডল, ইসমাইল হোসেন, সানোয়ার হোসেন। ঠাকুরগাঁও (পীরগঞ্জ) : ক্ষেতমজুর সমিতি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রভাত সমীর শাহজাহান আলমের সভাপতিত্বে মহান শ্রমিক দিবসে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা মেহেদি হাসান লেনিন, লিটন সরকার, কৃষক সমিতির নেতা মোর্তুজা আলম, আবু শিহাব প্রমুখ। টাঙ্গাইল (নাগরপুর) : মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা আব্দুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বক্তারা রেশনিং ব্যবস্থা চালু ও ক্ষেতমজুরদের জন্য ভাতা প্রদানের দাবি জানান। প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সার্বিকভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতারা। গত ১ মে মহান মে দিবসে বিকাল ৫টায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিধন্য রায়েরবাজার বধ্যভূমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা। প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাস-এর

সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এরপর দলীয় গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা। আলোচনা পর্বে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিবর্তন-এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, সমাজ চিন্তা ফোরাম-এর সভাপতি কামাল হোসেন বাদল এবং সমাজ অনুশীলন কেন্দ্র-এর সংগঠক রঘু অভিজিৎ রায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণসঙ্গীত পরিবেশন করেন বিবর্তন, গীতিআলেখ্য পরিবেশন করেন প্রগতি লেখক সংঘ এবং নাটক ‘ঝাঁজ’ পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগ। এছাড়াও গণসঙ্গীত পরিবেশন করেন এইচকে দেবনাথ, মীর সাখাওয়াত হোসেন, সুস্মিতা কীর্তনিয়া এবং অভিজিৎ পাল। বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম : মহান মে দিবস উপলক্ষে গত ১ মে বিকাল ৫ টায় বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটি শ্রমিকদের বাঁচার মত মজুরিসহ ন্যায্য দাবিতে সমাবেশ ও মিছিল করে। বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং অভিজিৎ বড়ুয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, প্রীতম চৌধুরী, জাবেদ চৌধুরী, রুপন কান্তি ধর, রাশিদুল সামির, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি ইমরান চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রীয় মালিকানার নীতিতে দেশ পরিচালনার কথা থাকলেও সরকার উল্টো পথে চলছে। যে পুঁজিবাদী ব্যবস্থায় দেশ চলছে তাতে দিন দিন শ্রমজীবী মানুষের উপরে শোষণ-নির্যাতন বেড়েই চলছে। মে দিবসের মর্মবাণীকে উপেক্ষা করে শ্রমিক-মালিক ঐক্যের নামে শ্রমিককে দিয়েই মালিকের শোষণ যন্ত্র অব্যাহত রাখা হচ্ছে। শ্রমিকদের জীবনে চরম সংকট সৃষ্টি করে নব্য ধনিক গোষ্ঠীকে আরও ধনী করে শোষণ বৈষম্য বৃদ্ধি করা হচ্ছে। বোয়ালখালী : বোয়ালখালীতে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। গত ১ মে সকালে বোয়ালখালী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষে গণসঙ্গীত, আলোচনা সভা ও লাল পতাকার গণমিছিলের আয়োজন করে বোয়ালখালী সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ। মে দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক সেহাব উদ্দিন সাইফুর সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, শিক্ষাবিদ অধ্যাপক কানাই দাশ, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, কৃষক নেতা নজরুল ইসলাম আজাদ, জামাল আবদুল নাসের, প্রকৌশলী এনামুল হক মঞ্জু, নারী নেত্রী মদিনা বেগম, শিক্ষক নেতা আমির হোসেন, শ্যামল চৌধুরী, মফিজুর রহমান, ক্ষেতমজুর নেতা শ্যামল বিশ্বাস, টেম্পু শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম, যুব নেতা সুকান্ত শীল, সাজ্জাদ হোসেন, রুপন দাশ, সুদর্শন দাশ, ছাত্র নেতা হিমেল চৌধুরী, প্রনয় দে, অমিত দেব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গণসংগীত পরিবেশন করে বোয়ালখালী সাংষ্কৃতিক ইউনিয়ন। জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে লাল পাতাকার গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..