‘আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিক ছাঁটাই করছে ক্রোনির মালিক’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জ সংবাদদাতা : শ্রমিক ছাঁটাই-নির্যাতন হয়রানির প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও বকেয়া বেতনসহ চাকুরিচ্যুত শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে ফতুল্লা বিসিক এলাকার ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেডের চাকুরিচ্যুত ও নির্যাতিত শ্রমিকরা সমাবেশ করেছে। গত ৩ মে বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অবন্তী কালার টেক্সের শ্রমিক আনোয়ার হোসেন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কারখানার শ্রমিক সজিব, সাথী, ফাতেমা আক্তার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, অবন্তী কালার টেক্সের মালিক শ্রম আইন লঙ্ঘন করে মাসের পর মাস শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রাখে। প্রত্যেক মাসেই বেতন নিয়ে ঘোরাঘুরি করে। কোন শ্রমিক কথা বললেই তাঁকে চাকুরিচ্যুত করা হয়। জুটসন্ত্রসী দিয়ে হুমকি দিয়ে ভয় দেখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়া হয়। শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক কোন কারখানায় এক মাস কাজ করার পর পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে তাঁর বেতন পরিশোধের কথা থাকলেও অবন্তী কালার টেক্সের মালিক আইন-কানুনের তোয়াক্কা করে না। কারখানার মালিক আসলাম সানি আওয়ামীলীগের নেতা হওয়ার কারণে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিক ছাঁটাই-নির্যাতন হয়রানি করে যাচ্ছে। এসব অন্যায়-অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সরকারের কোন ব্যবস্থা নেই। অবিলম্বে শ্রমিক হয়রানির মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধসহ চাকুরিচ্যুত শ্রমিকদের আইনানুগ যাবতীয় পাওনা পরিশোধের আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..