সর্বজনীন রেশন প্রথা চালুর দাবি টিইউসির

মহান মে দিবসে রাজপথে শ্রমিকরা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

১ মে লাল পতাকা মিছিল শেষে পুরানা পল্টন মোড়ে টিইউসির কেন্দ্রীয় সমাবেশে বক্তব্য রাখছেন শ্রমিক নেতা মাহবুব আলম
একতা প্রতিবেদক : মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে গত ১ মে সকাল ১০ টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শুরুর পূর্বে অনুষ্ঠানে উদীচীর শিল্পীবৃন্দ গণসংগীত পরিবেশন করেন। টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ষোষনাপত্র পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা। সমাবেশে বক্তব্য রাখেন টিইউসির অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, কেন্দ্রীয় নেতা ইদ্রীস আলী, ঢাকা মহানগর নেতা মুর্শিকুল ইসলাম শিমুল, হাদিউল ইসলাম, সেকেন্দার হায়াত, মেহেদি হাসান নোবেল, হুমায়রা বেগম প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন টিইউসির সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রবিউল ইসলাম, কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম, নারী শ্রমিক নেতা সায়েরা খাতুন, গার্মেন্টস শ্রমিক নেতা জয়নাল আবেদীন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক সংগ্রাম ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখলেও দেশের শ্রমজীবী মেহনতি মানুষ এখনো পরিবার-পরিজনসহ জীবন-ধারণ উপযোগী মজুরি ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ অন্যান্য সামাজিক মর্যাদা এবং অধিকার থেকে বঞ্চিত। কর্মস্থলে তাদের চাকুরীর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এখনো। গত কয়েকবছর ধরে মুক্তবাজার অর্থনীতির দাপট এবং মুনাফাখোর ফরিয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট

কারসাজিতে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি বর্তমানে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে শ্রমিক-কর্মচারীসহ সাধারণ মানুষ অসহায় ও মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে স্থায়ী মজুরি কমিশন গঠন করে জীবন-ধারণ উপযোগী মজুরি ঘোষণাসহ মজুরি কমিশনের অধীনে প্রয়োজনীয় সংখ্যক মজুরি বোর্ড গঠন করে সকল সেক্টরের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা সর্বজনীন রেশন প্রথা চালুর মাধ্যমে গ্রাম-শহরের সকল শ্রমজীবী মানুষকে সস্তা ও বাঁধা দরে চাল, ডাল, তেল, আটা ও শিশু খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা, সংবিধান, আইএলও কনভেনশন ও জাতীয় শ্রমনীতি অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ শ্রম আইন সংশোধন, শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিকদের দমন- নির্যাতন বন্ধ করারও দাবি জানান। সমাবেশ শেষে শ্রমিকদের লাল পতাকা মিছিল পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহান মে দিবসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশালসহ একযোগে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এই কর্মসূচি পালিত হয়। শ্রমিক আন্দোলনে সকল প্রকার সুবিধাবাদ, দলীয় সংকীর্ণতা পরিহার করে যুগের চ্যালেঞ্জ মোকাবিলায়

ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। চট্টগ্রাম : টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ সব ধরনের শ্রমিক স্বার্থবিরোধী কালো আইন বাতিল করে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ বিরাজিত শিল্প ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষার জোর দাবি জানিয়েছেন। গত ১ মে সকাল ১০ টায় চট্টগ্রাম নতুন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে তাঁরা বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে এদেশে প্রথম আইএলও কনভেনশন স্বাক্ষর ও রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন শুরু হয়। অথচ দ্রব্যমূল্য আকাশ ছোঁয়ার পরেও মজুরি চাইতে গিয়ে শ্রমিকদের ওপর বর্তমান সময়ে সবচেয়ে বেশি দমন-পীড়ন চলছে। এমনকি গুলি করে শ্রমিক মারাও হচ্ছে। মালিকরা বেতন বকেয়া রাখে আর বে-আইনী লে-অফ, ছাঁটাই, বদলী, হয়রানি করে যাচ্ছে রাষ্ট্রীয় প্রশাসনের নাকের ডগায়। সংগঠনের কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্ জাহিদ, বন্দরের সাবেক নেতা নুরুচ্ছাফা ভুঁইয়া, সিইউএফএল এর প্রাক্তন নেতা আব্দুস সালাম বাবু, মাহাবুবুর রহমান, নাভানা ব্যাটারীজ শ্রমিক ইউনিয়ন (সিবিএ)-র সভাপতি আবু তাহের, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজিঃ নং-বি-১৯৭১ এর চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ

সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আকতার মিয়া, আশরাফ আলী, এইচ এম বাদশা, গার্মেন্ট টিইউসির নেতা পূর্ণ চন্দ্র দাশ, আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগর সভাপতি নিখিল চাকমা, জ্ঞান বকুল চাকমা প্রমুখ। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল রাজপথ প্রদক্ষিণ করে কোতোয়ালী থানা মোড়ে এসে শেষ হয়। বরিশাল : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, বরিশাল মহানগর দর্জি শ্রমিক ইউনিয়ন, বরিশাল জেলা বস্তিবাসী ইউনিয়ন, সিটি ফল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর প্রেস শ্রমিক ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে গত ১ মে সকাল ৯টায় ফলপট্টি রোডে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা অ্যাড. এ কে আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তব্য রাখেন, অ্যাড. হিরণ কুমার দাস মিঠু, সাংবাদিক সাইফুর রহমান মিরণ, শ্রমিক নেতা জে কে মুকুল, স্বপন দত্ত, আকতার রহমান সপ্রু, তুষার সেন, পুষ্প চক্রবর্তী, আবুল হাসেম, নূর হোসেন হাওলাদার, আবুল বাসার আকন, জোছনা বেগম, কবি অপূর্ব গৌতম প্রমুখ। গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ। গণজমায়েত শেষে লাল পতাকার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফলপট্টির মোড়ে এসে শেষ হয়। গাইবান্ধা : মহান

মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা। গত ১ মে সকাল সাড়ে ১১টায় ১নং রেল গেইটস্থ সিপিবি জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিইউসি গাইবান্ধার আহ্বায়ক শ্রমিকনেতা মাহাবুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি নেতা অ্যাড. মুরাদ জামান রব্বানী, আসোয়াদ আলী, গোলাম রব্বানী মুসা, আব্দুল্লাহ আদিল নান্নু, টিইউসি গাইবান্ধার যুগ্ম আহ্বায়ক রং মিস্ত্রি জহুরুল ইসলাম, কাঠ মিস্ত্রি লিটন মিয়া প্রমুখ। মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মানবাধিকার কর্মী কামরুল হাসান জিলানী। সভা পরিচালনা করেন শ্রমিক নেতা আব্দুর রশিদ সরকার। সভা শেষে লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেইটে এসে শেষ হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, সারাদেশে সর্বজনীন রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠার দাবি জানান। সেইসাথে কলকারখানাসহ সর্বত্র শহর গ্রামের মজুরদের কাজের সুষ্ঠু পরিবেশ, বিনামূল্যে চিকিৎসা বাসস্থান ও সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রণয়নের দাবি জানান। নারায়ণগঞ্জ : আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১ মে বিকাল ৪টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আ. হাই শরীফ। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সংগঠক হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, জেলা কমিটির সহ-সভাপতি তপন কুমার রায়, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য এম. এ. শাহীন, মো. শাহজাহান মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর কুমার, জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম, আ. সোবাহান, আ. ছালাম, সফিউল্লাহ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাজারে দ্রব্যমূল্য বেড়েছে শতভাগ। শ্রমজীবী মানুষ চরম দিশাহারা। তাঁরা অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। সকল সেক্টরে শ্রমিকদের মজুরি বাড়ানোর ক্ষেত্রে সরকার ও মালিক গোষ্ঠীর তালবাহানা চলছে। শ্রমিক স্বার্থবিরোধী নতুন নতুন কালো আইন তৈরি করে আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে। এই মে দিবসের সমাবেশ থেকে আমরা দাবি করছি, দেশের সকল শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা। আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা। আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন ও শ্রম বিধিমালা সংশোধন করা। গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা। শ্রমিকদের জন্য বাসস্থান ও রেশনিং এর ব্যবস্থা করার দাবি জানান। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ

করে। সন্ধ্যায় উক্ত মঞ্চে নারায়ণগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান করে। ব্রাক্ষণবাড়িয়া : মহান মে দিবস বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে নানারকম কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দুপুর ১১টায় বঙ্গবন্ধু স্কয়ার থেকে লাল পতাকার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বঙ্গবন্ধু স্কয়ারে সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী গণসংগীত পরিবেশন করে। টিইউসি জেলার আহ্বায়ক শ্রমিক নেতা অসিত পালের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অ্যাড. সৈয়দ মো. জামাল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাজিদুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি এম এ রকিব, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা টিইউসির যুগ্ম আহ্বায়ক শাহীন মিয়া, সদর উপজেলা বিদ্যুৎ কারিগর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নাসির মিয়া, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির অর্থ সম্পাদক কাজী আনিসুর রহমান, সুহিলপুর শাখার সাধারণ সম্পাদক আলমগীর, উপদেষ্টা আলমগীর হোসেন, লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের নেতা সুকুমারী ঋষি, জিমসাম কর্মী, একরাম হোসেন প্রমুখ। নেতৃবন্দ সকল শ্রমজীবী মানুষের সারা বছরের কাজের নিশ্চিয়তা ও রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..