জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি

মে দিবসে সারাদেশে সিপিবির সমাবেশ মিছিল

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

মহান মে দিবসে পুরানা পলনস্থ মুক্তিভবনের সামনে সিপিবির কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ। এসময় আলোচনা করেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম
একতা প্রতিবেদক : মহান মে দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, শ্রমজীবী মেহনতি মানুষই তাদের শ্রম ও ঘামের মধ্য দিয়েই সভ্যতা বিনির্মাণ করে চলেছেন অথচ তারা অবহেলিত, শোষিত। আমাদের দেশে এখনো জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত ও বাস্তবায়ন হয়নি। দেশের শ্রমজীবী মানুষের ৮০ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। সেখানে মানুষের শোষণ সবচেয়ে বেশি। এখনকার তাপদাহে শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে। গত ১ মে সকাল ৯ টায় পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত কেন্দ্রীয় সমাবেশের সভাপতিত্ব করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শ্রমিক নেতা মাহবুব আলম। এ সময় সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মন্টু ঘোষ, ডা. দিবালোক সিংহ, কাজী রুহুল আমিন, ডা. সাজেদুল

হক রুবেল, জলি তালুকদার, অ্যাড. সোহেল আহমেদ, নিমাই গাঙ্গুলী, সংগঠক জাহিদ হোসেন খান প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় ও বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে কমরেড মোহাম্মদ শাহ আলম সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, সারাদেশে সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠার দাবি জানান। তিনি কলকারখানা সহ সর্বত্র শহর গ্রামের মজুরদের কাজের সুষ্ঠু পরিবেশ, বিনামূল্যে চিকিৎসা বাসস্থান ও সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রণয়ন, গ্রাম শহরের শ্রমজীবী মানুষের সন্তানদের লেখাপড়ার নিশ্চয়তা প্রদানের দাবি জানান। কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রস্তাাবিত শ্রম আইনের অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল করে শ্রমিক স্বার্থ ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে গণমুখী শ্রম আইন প্রণয়ন করতে হবে। তিনি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখেই প্রতিবছর শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি, গ্রাচুইটি পাওয়ার নিশ্চয়তা বিধানের দাবি করেন। সিপিবি সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে শ্রমিক মেহনতি মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

কিন্তু যে পুঁজিবাদী ব্যবস্থায় দেশ চলছে তাতে দিন দিন শ্রমজীবী মানুষের উপরে শোষণ-নির্যাতন বেড়েই চলছে। সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে চারজন শ্রমিককে হত্যা করা হলো এখনো তার বিচার করা হয় নাই। শ্রমিকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতি দেওয়া হয় নাই অথচ ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে এবং কাজে নির্যাতন বন্ধ হয়নি। সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিক শ্রেণির নিজস্ব দিবস মে দিবসকেও হাইজ্যাক করা হচ্ছে। মে দিবসের মর্মবাণীকে উপেক্ষা করে শ্রমিক-মালিক ঐক্যের নামে শ্রমিককে দিয়েই মালিকের শোষণ যন্ত্র অব্যাহত রাখা হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে শ্রমিক মেহনতি মানুষকে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশের শুরুতে গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল প্রেসক্লাব, তোপখানা মোড় হয়ে মুক্তিভবনের সামনে এসে শেষ হয়। এছাড়াও মহান মে দিবসে দেশজুড়ে সিপিবির উদ্যোগে নানামুখি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী : মহান মে দিবস উপলক্ষে গত ১ মে সকালে বাংলাদেশের কমিউনিস্ট

পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও-শোষণ বৈষম্যমুক্ত সমাজ চাই’ স্লোগান সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। শহরের আজাদী ময়দান এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আবদুস সামাদ মিয়া। বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সুশান্ত রায়, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, সম্পাদক আবদুল হালিম বাবু, সম্পাদক আবদুল হালিম, পাংশা উপজেলা সিপিবি নেতা ইলিয়াস খা প্রমুখ। বগুড়া : সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে মে দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ৭টায় সাতমাথাস্থ পার্টি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭.৩০টায় শহীদ খোকন পার্কে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের পরিবেশনায় গণসঙ্গীত এবং শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি

বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, শাহনিয়াজ কবির খান পাপ্পু, টিইউসি নেতা ফজলুর রহমান, নারীনেত্রী ফারহানা আক্তার শাপলা, উদীচী নেতা আরিফুল হক খান রনিক, ক্ষেতমজুর নেতা শুভ শংকর গুহ রায় বাবুন, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, যুবনেতা সাইদুর রহমান পারভেজ, ছাত্রনেতা সাব্বির আহমেদ রাজ প্রমুখ। পিরোজপুর (স্বরূপকাঠি) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) স্বরূপকাঠি উপজেলা কমিটির উদ্যোগে শ্রমিক দিবসে লাল পতাকার মিছিল মহিলা কলেজ বিশ্বাস বাড়ি, তরকারি বাজার হয়ে প্রদীপের দোকানে সামনে এসে শেষ হয়। মে দিবসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি স্বরূপকাঠি উপজেলা কমিটির সভাপতি নিরঞ্জন হালদার, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, প্রভাষক হারুন অর রশীদ, জিয়াউল হক, রিয়াদ আমিনুল, আব্দুল জব্বার, শহিদুল ইসলাম, শাহরিয়ার কবির তপু প্রমুখ। ফরিদপুর : মহান মে দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে জাতীয় ন্যূনতম

মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে শহরের স্টেশন বাজার চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সিপিবির সভাপতি আযাদ আবুল কালামের সভাপতিত্বে এবং যুবনেতা শাহাদাত শাওন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, সদর উপজেলা কমিটির সভাপতি মান্নান ফকির, জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে সকল শ্রমজীবী মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে আসার আহ্বান জানান। পাবনা (ঈশ্বরদী) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে গত ১ মে বিকালে ঈশ্বরদী বাজারের ১নং গেইটের সামনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. অলোক মজুমদার। বক্তব্য রাখেন, সিপিবি পাবনা জেলা সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য

কৃষক নেতা আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখার নারী সম্পাদিকা সুবর্ণা সরকার, রফিকুল ইসলাম তুহিন প্রমুখ। বগুড়া (শেরপুর) : বগুড়ার শেরপুরে সিপিবির উদ্যোগে মহান মে দিবসে পৌর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে পৌর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা সভাপতি সোহেল রানা, আদিবাসী ইউনিয়ন উপজেলা সভাপতি কমল সিং, সম্পাদক প্রাণকুমার সিং, আদিবাসী নেত্রী পঞ্চবালা, ক্ষেতমজুর সমিতি উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সদস্য শেফালি বেগম, চায়না বেগম প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা সভাপতি কবি আব্দুস সামাদ এবং মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা। সভা পরিচালনা করেন সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক শ্রীকান্তো মাহাতো।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..