সারাদেশে সিপিবির উদ্যোগে খাপড়া ওয়ার্ড দিবস পালন

শহীদদের নাম ও সংগ্রামের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন
একতা প্রতিবেদক : উপমহাদেশের প্রথম রাজনৈতিক জেল হত্যাকাণ্ড দিবসের স্বীকৃতি, দিনটিকে জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা, শহীদদের নাম ও সংগ্রামের ইতিহাস গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সারাদেশে একযোগে খাপড়া ওয়ার্ড দিবস পালিত হয়েছে। মিছিল, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করেন নেতাকর্মীরা। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, ১৯৫০ সালের ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ডে তৎকালীন স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে শহীদ কমরেডদের স্মরণে নির্মিত শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন ও খাপড়া ওয়ার্ল্ড পরিদর্শন করেন। এরপর এই দিনটিকে উপমহাদেশের প্রথম রাজনৈতিক জেল হত্যাকাণ্ড দিবস হিসেবে স্বীকৃতি প্রদান, এই দিনকে জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা এবং ২৪ এপ্রিলের শহীদদের নাম ও সংগ্রামের ইতিহাস গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিতে গত ২৪ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না প্রমুখ। শহীদদের স্মরণে বিকেল ৩টায় সাহেব বাজারের মোড়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবির বিভাগীয় সমন্বয়ক ইসমাইল হোসেন। সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, শহীদদের স্বপ্ন ছিল শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। আজ দেশ গণতন্ত্রহীন, বৈষম্য চরম পর্যায়ে। লুটপাট-দুর্নীতি সীমাহীন। নব্য ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। এ অবস্থা পরিবর্তনে সাহস ও দৃঢতা নিয়ে দুঃশাসনের অবসান এবং ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে হবে। উল্লেখ্য, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে পুলিশের গুলিতে নিহত বিপ্লবীরা হলেন- বিজন সেন, কম্পরাম সিংহ, হানিফ শেখ, সুধীন ধর, দেলোয়ার হোসেন, সুখেন ভট্টাচার্য,এবং আনোয়ার হোসেন। একইসাথে, খাপড়া ওয়ার্ড জেল হত্যাকাণ্ডের ৭৪তম বার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ

রাজশাহী
চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, , সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, ডা. সাজেদুল হক রুবেল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, খাপড়া ওয়ার্ড যোদ্ধা কমরেড আবদুশ শহীদের কন্যা জয়া শহীদ। সভা পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন। ঠাকুরগাঁও : খাপড়া ওয়ার্ড দিবসে শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে সিপিবির লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ এপ্রিল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সালডাঙ্গায় স্থাপিত শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্স চত্বরে এ আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটি। আলোচনা সভার শুরুতে খাপড়া ওয়ার্ডের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে। বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন, জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সম্পাদকমণ্ডলীর সদস্য চৌধুরী আনোয়ার হোসেন, সদস্য ও জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, জেলা কমিটির সদস্য রেজওয়ানুল হক রিজু, বালিয়াডাঙ্গী উপজেলা সাধারণ সম্পাদক মুসলেম উদ্দীন, শহীদ কমরেড কম্পরাম সিংয়ের নাতি আরশি লাল, তে-ভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের নাতি সুলতান উল নাঈম শুভ, হেলকেতু সিংহের ছেলে বুধু রাম সিং প্রমুখ। আলোচনা সভা শেষে লাল পতাকার মিছিল স্থানীয় গ্রাম প্রদক্ষিণ করে কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। বক্তারা বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে জেলবন্দী কমিউনিস্ট নেতারা যখন রাজবন্দীর মর্যাদা ও ভাল খাবারের দাবিতে অনশন করছিলেন তখন খাপড়া ওয়ার্ড থেকে আটজন রাজবন্দীকে কনডেম সেলে স্থানান্তারিত করার সময় ডিভিশন না পাওয়ায় প্রতিবাদ করেন। ঐ দিন জেলার বিলের নির্দেশে ৪০ জন রাজবন্দীর উপর নির্বিচারে নির্মমভাবে গুলিচালায় কারারক্ষীরা। এর ফলে শহীদ হন তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক কৃষক নেতা ঠাকুরগাঁওয়ের কম্পরাম সিংহ, ছাত্রনেতা আনোয়ার হোসেন, শ্রমিক

ঠাকুরগাঁও
নেতা বিজন সেন, মোহিনী মিলের সংগঠক সুধীন ধর, শ্রমিক নেতা হানিফ শেখ, কুষ্টিয়ার রেল শ্রমিক দিলওয়ার হোসেন ও ময়মনসিংহের ছাত্র সংগঠক সুখেন ভট্টাচার্য। সিপিবি নেতারা বলেন, ‘আজ আমরা খাপড়া ওয়ার্ডের সকল শহীদদের স্মরণে শহীদ কম্পরাম সিংহের জন্মস্থানে স্থাপিত স্মৃতি কমপ্লেক্স ও জাদুঘরে লালপতাকার মিছিল এবং আলোচনা সভার আয়োজন করেছি। খাপড়া ওয়ার্ডের শহীদদের দেখানো পথ দেশের শোষিত-বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে প্রাণিত করবে ও পথ দেখাবে।’ গাইবান্ধা : ১৯৫০ সালের ১৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে বন্দীদের দাবি দাওয়া আদায়ে আন্দোলনরত কমিউনিস্ট নেতা-কর্মীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে ৭ জনকে হত্যা ও ৩৫ জনকে জখম করা হয়। তাদের মহান ত্যাগকে স্মরণ করে খাপড়া ওয়ার্ডে নির্মিত শহীদ মিনারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। গত ২৪ এপ্রিল দুপুর ১২টায় সিপিবি জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সংগঠক ওয়ারেছ সরকার, সদস্য ভোলা বর্মন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন প্রমুখ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নেতৃবৃন্দ, উপমহাদেশের প্রথম জেল হত্যাকান্ড হিসেবে এই দিনকে বিশেষ গুরুত্ব প্রদান ও জাতীয়ভাবে জেল হত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি দাবি জানান। খুলনা : ১৯৫০ সালের ২৪ এপ্রিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রাজশাহী জেলখানার খাপড়া ওয়ার্ডে রাজনৈতিক বন্দীরা নিজস্ব দাবির ভিত্তিতে লড়াই-সংগ্রাম শুরু করে, লড়াই-সংগ্রামের এক পর্যায়ে পুলিশ গুলি করে। গুলিতে নির্মমভাবে নিহত হন কমরেড কম্পরাম সিংহ, সুখেন, দেলোয়ার, হানিফ, বিজন, সুধীন, আনোয়ার। আহত হন অর্ধশতাধিক। ৭৪তম খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ড দিবস হিসেবে ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলখানার খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ডকে স্বীকৃতি প্রদান ও পাঠ্যপুস্তকে

রাজশাহী
খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড সংযোজন করার দাবি জানিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটির উদ্যোগে গত ২৪ এপ্রিল দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এইচ এম শাহাদাতের সভাপতিত্বে আলোচনা করেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, জেলা কমিটির সদস্য এস এম চন্দন, নিতাই পাল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা তোফাজ্জল হোসেন, অধ্যাপক সঞ্জয় সাহা, যুব নেতা আফজাল হোসেন, মোস্তাফিজুর রহমান রাসেল, অ্যাড. আজরাফ হোসেন মামুন, ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ। আলোচনা সভার শুরুতে রাজশাহীর জেলখানার খাপড়া ওয়ার্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। বগুড়া : খাপড়া ওয়ার্ড দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটি উদ্যোগে আলোচনা সভা জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে খাপড়া ওয়ার্ডে নিহতদের ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন মোফা এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। সভায় আলোচনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সিপিবি নেতা সাজেদুর রহমান ঝিলাম, শুভ শংকর গুহ রায় বাবুন প্রমুখ। আলোচকবৃন্দ খাপড়া ওয়ার্ড দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান। এছাড়া নেতৃবৃন্দ শহীদদের স্বপ্ন সাম্যের বাংলাদেশ নির্মাণের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বগুড়া (শেরপুর) : বগুড়ার শেরপুরে সিপিবির উদ্যোগে যথাযথ মর্যাদায় খাপড়া ওয়ার্ড দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পৌর কমান্ড কার্যালয়ে আলোচনা সভা উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহার সভাপতিত্বে গত ২৪ এপ্রিল দুপুর ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্তো মাহাতো, ক্ষেতমজুর সমিতি উপজেলা সভাপতি কবি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সহ-সভাপতি আব্দুর রশিদ, শ্রমিক নেতা সোহেল রানা, আদিবাসী নেত্রী আপেলো রানী, অরুণা বালা প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..