ঈদ সামগ্রী নিয়ে মেহনতি মানুষের পাশে সিপিবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে প্রতিবছরের ন্যয় এবার দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। নারায়ণগঞ্জ, বগুড়াসহ বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে কিংবা সিপিবির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। বগুড়া : গত ৬ এপ্রিল দুপুর ২টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে জেলা কার্যালয়ে পার্টির অসচ্ছল কমরেডদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ফিজু, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. সাইদুর রহমান মাশরেকী কল্লোল, সিপিবি নেতা সাজেদুর রহমান ঝিলাম, অখিল পাল, ফিরোজ আকতার পলাশ, শুভ শংকর গুহ রায় প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সমাজের সচ্ছল জনগোষ্ঠী তাদের পরিবার আত্মীয়স্বজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করবে এবং দামী খাবার খাবে অথচ বৃহৎ জনগোষ্ঠী ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে এবং ভালো খাবার তাদের নাগালের বাইরে থাকবে এটা হতে পারে না। কমিউনিস্ট পার্টি গরিব মেহনতি মানুষের একটি বিপ্লবী রাজনৈতিক দল, সমাজে শোষণ-বৈষম্য, অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সাম্যের সমাজ বিনির্মানে জন্য অবিরাম লড়াই সংগ্রাম করছে। জেলা নেতৃবৃন্দ কমরেডদের নিকট থেকে অর্থ সংগ্রহ এবং গণচাদার মধ্য দিয়ে পার্টি সংশ্লিষ্ট ৫০ জন অসচ্ছল কমরেডদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। নারায়ণগঞ্জ : ঈদ উপলক্ষে শ্রমিক মেহনতি গরিব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটি। গত ৬ এপ্রিল বিকেল ৩ টায় নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম এর ব্যক্তিগত কার্যালয় থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে সামগ্রী ছিলো– শাড়ি, লুঙ্গী, থ্রী পিছ, খাদ্য সামগ্রীর প্যাকেট, লাচ্ছি সেমাই, প্লেইন সেমাই, চিনি, সয়াবিন তেল, জামির চাল, পোলাও চাল, ডাল, লবণ, গুড়া দুধ, আলু, পিঁয়াজ। জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম এর নেতৃত্বে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সম্পাদকমণ্ডলীর সদস্য আ. হাই শরীফ, শাহানারা বেগম প্রমুখ। কমরেড হাফিজুল ইসলাম বলেন, ‘ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি’ কিন্তু আমাদের দেশের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ঈদ হয়ে উঠেছে ধনীদের অতিরিক্ত বিলাস আর গরিব অসহায় মানুষের সীমাহীন বেদনার দীর্ঘ শ্বাস। গরিব মানুষের ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। ঈদ উপলক্ষে কারো কারো পক্ষে নতুন কাপড় কেনা তো দুরের কথা এক প্যাকেট সেমাই ও চিনির ব্যবস্থা করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। গরিব মানুষের এমনিতেই দুঃখ কষ্টের শেষ নেই ঈদ উৎসবে তা বহু গুণ বাড়িয়ে তুলে। দারিদ্রতার শিকলে আটকে থাকা মানুষ গুলোর ঈদের আনন্দ কেড়ে নিয়েছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই ব্যবস্থা বদলাতে হবে। তিনি আরো বলেন, ‘ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানায়। কল্যাণের পথে ত্যাগ-তিতিক্ষার মূল মন্ত্রে দীক্ষিত করে। মানুষকে ভুল-ভ্রান্তি, পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সৎ পথে ফিরে সম্প্রীতির আনন্দ ধারায় উন্নত জীবন লাভের নির্দেশ করে। সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। শ্রেণি বৈষম্য বিসর্জনের মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে। ঈদ-উল ফিতরের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে প্রতিটি দিন আনন্দময় করে তুলতে হবে। গরিব অসহায় দারিদ্র মানুষের প্রতি সিপিবি দায়িত্ববোধ থেকে সবসময় পাশে থেকেছে। এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। তাই ঈদ-উল ফিতর উপলক্ষে সিপিবির সামর্থ্য অনুযায়ী তিন শতাধিক পরিবারে ঈদ উপহার হিসেবে বস্ত্র সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একজন গরিব অসহায় মানুষকে সহায়তা করে তাঁর মুখে হাসি ফুটানোর মধ্যে আনেক আনন্দ আছে। ঈদ উৎসবে অসহায় দারিদ্র মানুষকে একটি নতুন কাপড় ও একটু সেমাই চিনি দিয়ে তাঁদের মুখে হাসি ফুটানো সমাজের প্রতিটি সচ্ছল মানুষের দায়িত্ব ও কর্তব্য। ঈদ উপলক্ষে গরিব অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..