সিপিবিসহ বিভিন্ন গণসংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন জেলা-উপজেলায় আলোচনা সভা ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, যুব ইউনিয়ন, গার্মেন্ট ও সোর্য়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক টিইউসি, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, হর্কাস ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ সকাল সাড়ে ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ। এ সময় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে বাম জোটের নেতৃবৃন্দ বলেন, কর্তৃত্ববাদী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রাম : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বোয়ালখালী উপজেলা কমিটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান শহীদ মিনারে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আলী, ক্ষেতমজুর সমিতি দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব জসীম উদ্দিন, সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার গোলাম মোস্তফা, আব্দুল মতিন, ক্ষেতমজুর নেত্রী খালেদা বেগম, রিজিয়া বেগম প্রমুখ। বগুড়া (শেরপুর) : বগুড়ার শেরপুরে কমিউনিস্ট পাটির উদ্েযাগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা পালন উপলক্ষ্যে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বতর্মান পেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, সাধারণ সম্পাদক আদিবাসী নেতা শ্রীকান্তো মাহাতো, সহকারী সাধারণ সম্পাদক কবি আব্দুস সামাদ, ক্ষেতমজুর সমিতি উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, যুব নেতা গৌতম সাহা, আদিবাসী নেতা কমল সিং প্রমুখ। ময়মনসিংহ (গফরগাঁও) : সুস্থ ধারার যুব আন্দোলনের লড়াকু সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের উদ্যোগে গফরগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৬ মার্চ বিকালে গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে ‘স্বাধীনতার ৫৪ বছর : যুব সমাজের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়। শুরুতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উপজেলা শাখার আহ্বায়ক লুৎফর রহমান কাজল ঢালীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রবীণ কমিউনিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান আরজু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা কমিটির সভাপতি জহিরুল আমিন রুবেল, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুস সালেহীন প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন শিপু। বক্তারা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালির মহত্তম অর্জন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সশস্ত্র লড়াইয়ে তৎকালীন যুব সমাজ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন ও জীবন উৎসর্গ করেছেন। তাঁদের স্বপ্নের শোষণ মুক্ত, বৈষম্যহীন, সুখী সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম আজও চলমান। বক্তারা প্রায় দুই কোটি বেকার যুবকের উপযুক্ত কর্ম সংস্থান সৃষ্টি করার দাবি জানান। একই সাথে ঘুষ ছাড়া চাকুরি ও নিয়োগ পরীক্ষায় ব্যাংক ড্রাফট, পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..