ঘাসকাটা

Posted: 22 নভেম্বর, 2020

একতা প্রতিবেদক : এর আগে কত কত বিষয়ে সরকার বিদেশে প্রশিক্ষণের জন্য লোক পাঠানোর চেষ্টা করেছে। কিন্তু দেশের সন্দেহপ্রবণ মানুষের কারণে সেই চেষ্টা সফল হয়নি। এরবার আরেকটি প্রশিক্ষণের জন্য সরকারের লোকজন উঠেপড়ে লেগেছে। বিদেশ সফরের এই প্রকল্পটিও একেবারে ইউনিক। এবার নিশ্চয়ই সরকারের এই উদ্যোগে কেউ নাখোশ হবে না! এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পে খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফরের ব্যবস্থা থাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। এছাড়া বিভিন্ন সময় পুকুর খনন শেখা, খাল খনন, মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর, কাজুবাদাম চাষ, সড়ক উন্নয়ন এবং সুউচ্চ বিল্ডিং দেখতে বিদেশ সফরের প্রস্তাবও ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এবার প্রস্তাব করা হল- ঘাস চাষ দেখতে বিদেশ সফরের। ঘাসের চাষ শিখতে এবার বিদেশ যাবেন ৩২ কর্মকর্তা। প্রত্যেকের পেছনে ব্যয় হবে ১০ লাখ টাকা করে। এতে মোট বরাদ্দ চাওয়া হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। ‘প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসের চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক প্রকল্পে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগামী মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হচ্ছে ১০১ কোটি ৫৩ লাখ টাকার প্রকল্পটি। এছাড়া অডিও, ভিডিও ও চলচ্চিত্র নির্মাণে চাওয়া হয়েছে ২০ লাখ টাকা। এই প্রকল্পের ফলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা অন্তত অবসান হবে। সমাজে কিছু মানুষ মনে করে, যাদের কোনো কাজকর্ম নাই তারাই শুধু ঘাস কাটে। কিন্তু এই ৩২ সরকারি কর্মকর্তার বিদেশ সফরের মধ্য দিয়ে প্রমাণিত হবে- ঘাসচাষ ও ঘাসকাটা মোটেও কোনো সহজ বিষয় নয়!