করোনা প্রতিরোধে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সরকার

Posted: 27 সেপ্টেম্বর, 2020

নারায়ণগঞ্জ সংবাদদাতা : করোনা মহামারি প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশব্যাপী প্রতিটি জেলা উপজেলায় ১০ আগস্ট থেকে সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলাতে কর্মসূচি অব্যাহত রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ফতুল্লা থানা কমিটির উদ্যোগে ফতুল্লার ইসদাইর বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে বুড়ির দোকান, উপজেলা পরিষদ হয়ে শিবু মার্কেটে এসে শেষ হয়। “সচেতন হও, করোনা ঠেকাও, মানুষ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে পথে পথে মিছিল, মাস্ক বিতরণ, প্রচারপত্র বিলি ও ৭টি গণজমায়েত অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ফতুল্লা থানা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস। বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুব ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী, জেলা কমিটির সদস্য সজিব শরীফ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম.এ শাহীন, আলমগীর হোসেন, জালাল আহম্মেদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, করোনা প্রতিরোধে রাষ্ট্রীয় কোন কার্যকর উদ্যোগ আমরা দেখি না। সরকারের পক্ষ থেকে হার্ড ইমিউনিটির প্রচার করা হচ্ছে। আসলে ব্যক্তিগতভাবে করোনা প্রতিরোধ করা মানুষের পক্ষে সম্ভব নয়, সরকার ও রাষ্ট্রের উদ্যোগেই প্রতিরোধ করা সম্ভব। নেতৃবৃন্দ আরও বলেন, স্বাস্থ্য সেবা জনগনের মৌলিক অধিকার। মানুষ বাঁচানোর দায়িত্ব্ সরকারের। রাষ্ট্রীয় খরচে মানুষ বাঁচানোর দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এই সরকার মানুষের জীবন ও জীবিকার নিশ্চয়তা দিতে ব্যর্থ। এই ব্যর্থ সরকার ও অকার্যকর লুটেরা ব্যবস্থা বদলের সংগ্রামে জনগনকে এগিয়ে আসার আহ্বান জানাই।