সাম্যবাদী আন্দোলনের নোয়াখালীর নেতাকর্মীদের উপর হামলার নিন্দা
একতা প্রতিবেদক :
বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা,গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা কার্যালয় ৩০ এপ্রিল’২৫ জোরপূূর্বক তালা লাগিয়ে দেয়ার প্রতিবাদে আহুত মানববন্ধন কর্মসূচির পালনের প্রাক্বালে বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির জেলা সদস্য আবদুল মোতালেব আপেলের লোকজন অতর্কিত হামলা চালিয়ে সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক প্রবীণ বামপন্থী নেতা তারকেশ্বর দেবনাথ নান্টু সহ বেশ কয়েকজন নেতা কর্মিকে আহত করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে প্রত্যেক রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তি নিজ নিজ কর্মসূচি পালন করবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। কিন্তু মানববন্ধন কর্মসূচি প্রস্তুতিপর্বে এ ধরনের হামলা অনভিপ্রেত, অগণতান্ত্রিক ও অভ্যুত্থানের আকাঙ্খাবিরোধী।
নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
Login to comment..