মোহাম্মদ আলীশুভ চন্দ্র শীল :
‘একটা পা নাই, ৭৪ বছর বয়স ভিক্ষা করা ছাড়া উপায় আছে। যখন পা ছিল তখন গাড়িতে ছিলাম, ক্ষেতে খামারে কাজ করে খাইতাম। এখন শরীরেও কুলায় না চলতেও পারি না। তাই ভিক্ষা করি।’ এভাবেই কথাগুলো বলছিলেন নাগরপুরের ক্ষেতমজুর মোহাম্মদ আলী চৌধুরী রবি।
গত ১৬ মে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির একাদশ জাতীয় সম্মেলনে সাপ্তাহিক একতার সঙ্গে কথোপকথনে তিনি একথা বলেন। চোখেমুখে ক্লান্তি আর বয়সের ভারে নুড়ে পড়া এই মানুষটি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল অঞ্চলে ক্ষেতমজুর আন্দোলনের সঙ্গে জড়িত। সবার মতো জাতীয় প্রেসক্লাবে তিনি আসছেন তার দাবির কথা বলতে, মিছিল করতে।
মোহাম্মদ আলী সরকার কর্তৃক প্রাপ্ত প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনোমতে খেয়েদেয়ে বেঁচে আছেন। দুইজনের পরিবারে তার স্ত্রী শয্যাশায়ী। অসুস্থ শরীর দিয়ে কখনো কখনো স্বামী-স্ত্রী দুজনে পেটের দায়ে ভিক্ষা করতে গ্রামগঞ্জে ছুটেন। দুজনে সরকারি প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী। তবে সরকারের দেওয়া তিনমাসের ২ হাজার ৫৫০ টাকা দিয়ে তারা একমাস ঠিকমতো চলতে পারেন না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই বাজারে তিন হাজার টাকা দিয়ে তিন মাস...। তাই মোহাম্মদ আলী পেটের দায়ে ভিক্ষা পেশাকে বেছে নিতে বাধ্য হন- এমনটাই বলছিলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা মজুর মানুষ, আমরা সরকারের কাছে দাবি জানাই- আমাদের এককালীন সুবিধাসহ মাসিক ভর্তুকি বা রেশন দেওয়া হোক। এবং আমাদের প্রতিবন্ধী ভাতা হিসাবে যে টাকা দেওয়া হয় তা খুবই কম।
এই ভূমিহীনের সঙ্গে কথা বলে জানা যায়, গত হাসিনা সরকারের আমলে সরকারি অর্থায়নে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেয়েছিলেন তিনি। সেই ঘরেই তাদের বসবাস। কিন্তু বৃষ্টির পানিতে ঘরের নিচের অনেকটা দাবে গেছে। এতে ঘরটিতে বসবাস করাও অনুপযোগী হয়ে উঠেছে বলে জানান তিনি।
ক্ষেতমজুর সমিতির সম্মেলন থেকে সরকারের কাছে কি দাবি জানাতে চান- এ বিষয়ে প্রশ্ন করলে মোহাম্মদ আলী আমাদের বলেন, মাথা গোজার জন্য একটা নিরাপদ আশ্রয় ও দু’বেলা ঠিকমতো খাবার জন্য সরকারি রেশন চাই। বয়স হয়ে গেছে দেখে হাটাচলা করতে কষ্ট হয় তাই প্রতিবন্ধী ভাতা যদি সরকার বাড়িয়ে দিতো, তাহলে আমাদের মতো মজুরদের সুবিধা হতো বলে তিনি উল্লেখ করেন।
সারাবছর ক্ষেতমজুরদের জন্য কাজ, মজুরি বৃদ্ধি, রেশনিং ব্যবস্থা চালুসহ নানা দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি একাদশ জাতীয় সম্মেলন আয়োজন করে। সম্মেলনে দেশের বিভিন্ন গ্রাম উপজেলা জেলা থেকে কৃষক, মজুর ও শ্রমজীবী মেহনতি মানুষদের দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে উপস্থিত হতে দেখা যায়।