‘জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের চেতনার অবমাননাকারীদের গ্রেপ্তার কর’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে অস্থিরতা ও বিভ্রান্তির সুযোগ নিয়ে কিছু প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতাবিরোধী গোষ্ঠী মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা, ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ওপর অবমাননাকর বক্তব্য ও আচরণ প্রদর্শন করছে। গতকাল সোমবার চট্টগ্রামস্থ পাহাড়তলী থানার বিটাক মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা প্রতিবাদ এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কর্মসূচি পালন করেন।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি টিকলু কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুভ দেবনাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সংসদের সহ-সভাপতি অভিনাশ রায়, সহকারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ, কোষাধ্যক্ষ তানভীর ইলাহী এবং জেলার সাবেক সহ সভাপতি ড্যানি বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন গত তিন চারদিন আগে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবির মধ্যে দেখা যায়, জাতীয় সংগীত পরিবেশনের সময় আন্দোলনকারী একাংশ তা বন্ধ করার অপচেষ্টা করে এবং জাতীয় সংগীতের মর্যাদা ক্ষুণ্ণ করে। আমরা এ ধরনের জঘন্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা আরো বলেন, জাতীয় সংগীত, পতাকা ও মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয় ও চেতনার ভিত্তি। এগুলো কোনো দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়, বরং সমগ্র জাতির গর্ব ও ঐতিহ্যের প্রতীক। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে জাতির মৌলিক চেতনার প্রতি অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে হলে জাতীয় ইতিহাস ও চেতনার প্রতি সজাগ ও শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণকে আহ্বান জানাই, যেন এ ধরনের অপচেষ্টা দৃঢ়ভাবে রুখে দেওয়া হয় এবং যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সর্বশেষ জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষহয়।
শেষের পাতা
‘জাতীয় ও শ্রমিক স্বার্থবিরোধী কোন চুক্তি করতে দেওয়া হবে না’
বাংলাদেশ নিয়ে সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রতিবাদে দেশজুড়ে সিপিবির সমাবেশ
চট্টগ্রাম কলেজে শহীদ শাহাদাতের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি
ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে সিপিবির শোক
গ্রামীণ মজুরদের রেশন-পেনশন চালুর জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে
বাজেট কমিয়ে শিক্ষাকে পণ্যে রূপান্তর করার পাঁয়তারা
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে
মৎস্যজীবী জেলেদের বিক্ষোভ ও খোলা চিঠি প্রেরণ
৩০০ শিক্ষার্থীর জন্য দুইজন শিক্ষক ব্যাহত হচ্ছে পড়াশোনা
জামায়াত নেতা আজহারকে বেকসুর খালাস ঘোষণার রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান
সমতলের আদিবাসীদের জন্য পৃথক বরাদ্দ ও দপ্তর স্থাপনের দাবি
৭ দিনের সংবাদ...

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..