লিবিয়ার রাজধানীতে সংঘর্ষ, সশস্ত্র গোষ্ঠীর নেতা নিহত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষে একটি সশস্ত্র দলের নেতা নিহত হয়েছেন। লিবিয়ার টেলিভিশন চ্যানেল আল-আহরার ও সংবাদমাধ্যম আল-ওয়াসাত তাদের প্রতিবেদনে বলেছে, দক্ষিণ ত্রিপোলিভিত্তিক প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী ‘সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যাপারেটাস’-এর নেতা আবদেলগনি আল-কিকলি নিহত হয়েছেন। ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্যের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব নাগরিককে নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। সংঘাতের জেরে রাজধানী ত্রিপোলি ও আশপাশের বেশ কয়েকটি জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপোলির সশস্ত্র গোষ্ঠী ও বন্দরনগরী মিসরাতার প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রাজধানীর দক্ষিণের উপশহরগুলোতে গতকাল ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মিসরাতা রাজধানী থেকে পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে। বর্তমানে লিবিয়া দুটি প্রশাসনের মধ্যে বিভক্ত। একটি জাতিসংঘ স্বীকৃত সরকার, রাজধানী ত্রিপোলি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অপরটি পূর্বাঞ্চলীয় প্রশাসন, যা হাফতার পরিবার পরিচালিত। গত রাতে সংঘাতের জেরে ত্রিপোলি ও আশপাশের বেশ কয়েকটি জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..