কালবৈশাখী ঝড়ে আম চাষিদের মাথায় হাত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক: ১৬ এপ্রিল রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের আঘাতে রংপুরের হাড়িভাঙ্গা আম চাষিদের স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে। ঝাড়ের কারণে অধিকাংশ গাছের আমই ঝরে পড়েছে। ফলে আম চাষিরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। অথচ সুস্বাদু এই আম জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়ার কথা ছিল।তবে কৃষি বিভাগ বলছে তেমন কোন ক্ষতি হয়নি। আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, করোনার কারণে কীটনাশক সংকট, শ্রমিক সংকটে পরিচর্যার অভাব, কৃষি বিভাগের পরামর্শ থেকে বঞ্চিত হওয়া হাড়িভাঙ্গা আমের ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে শঙ্কা ছিল। তারপর কালবৈশাখীর আঘাতে আম বাগানের আম ঝরে পড়েছে। চাষিরা জানান, তারা প্রতিবছর শুধু হাড়িভাঙ্গা আম বিক্রি করে ২০০ কোটি টাকার ওপর আয় করেন। এবার ঝড়ের কারণে অধিকাংশ বাগানের আম ক্ষতিগ্রস্ত হয়েছে। বদরগঞ্জের শ্যামপুরের আমচাষি শফিকুল ইসলাম, বেলাল হোসেন, শামছুজ্জামান, হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন জানান, ঝড়ের কারণে তাদের সকলের স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে। অধিকাংশ গাছের আম ঝরে পড়েছে। তারা জানান, ঝড়ে আম ছাড়াও কলা, মরিচ, পটল, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
শেষের পাতা
রাষ্ট্রীয় খাতেই আধুনিকায়ন করে পাটকল চালু করতে হবে
লুটেরাদের বিকল্প ক্ষমতা কেন্দ্র গড়ে তোলার আহ্বান
ছাত্র রাজনীতি বন্ধ সমাধান নয় বলছেন শিক্ষার্থীরা
সন্ত্রাসী ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে
‘বাড়তি টাকা নিয়ে এসেও কুলাতে পারছি না’
শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধি দেশকে লুটেরাদের হাতে তুলে দেয়ার চক্রান্ত
ক্ষেতমজুর নেতা ছাইদার আলী মণ্ডলের মৃত্যুতে শোক
পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবি সিপিবির
খাল-বিলের পানি সেচে চলছে মাছ ধরার ধুম
সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না
৭ দিনের সংবাদ...

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..