গাইবান্ধায় দিনমজুরকে পিটিয়ে হত্যা
বিচার দাবি ক্ষেতমজুর সমিতির
একতা প্রতিবেদক :
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার দিনমজুর এনামুল হককে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
গত ১৬ নভেম্বর বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে বলেন, সাঘাটার দিনমজুর এনামুল হককে বিনা অপরাধে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই গরিব মানুষদের হত্যা, নির্যাতনের খবর আসলেও দোষীদের বিচার হয় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এনামুল হকের হত্যার বিচার ও দিনমজুরদের উপর সব ধরনের নির্যাতন বন্ধে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ধান কেটে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৯ জন ক্ষেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা গত ২০ নভেম্বর এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নিহত গরিব ক্ষেতমজুরদের অসহায় পরিবারদের ক্ষতিপূরণ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুররা সবসময় অবহেলিত, নির্যাতিত। জীবন বাঁচাতে তারা কাজের আশায় বিভিন্ন জেলায় ছুটে যায় কিন্তু কর্ম এলাকায় এসব মজুরদের নিরাপত্তা নেই।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত ক্ষেতমজুর পরিবারদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।
প্রথম পাতা
লুটেরা ধনিকদের লোলুপ দৃষ্টি থেকে চিনিকল বাঁচাতে হবে
রাষ্ট্রীয় চিনিকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালুর দাবি
ভোজ্যতেলের দামও চড়া
স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে
সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার দাবি
গত বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক
বেতন ফি মওকুফসহ ৮ দফা দাবি ছাত্রদের
কেরালায় বামদের বিপুল জয়
বিভীষণ!
Login to comment..