ডেমরায় বন্ধ পাটকল চালু দাবিতে বিক্ষোভ মিছিলএকতা প্রতিবেদক :
বন্ধ ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালু, কর্মহীন ৫১ হাজার শ্রমিককে স্বপদে ফিরিয়ে আনা, সরকার, অধিগ্রহণকৃত, হস্তান্তরিত ও ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকলের সকল শ্রমিকের আইনসঙ্গত বকেয়া পরিশোধ, অবিলম্বে ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে সারাদেশের পাটশিল্প এলাকায় শান্তিপূর্ণ গণপদযাত্রা করেছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ নভেম্বর বিকেল ৪টা থেকে ৫টা খুলনায় দৌলতপুর, খালিশপুর এলাকায় গণপদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী, মো. আলাউদ্দিন, মো. খলিল, সিরাজগঞ্জ কান্দাপাড়ায় শ্রমিকনেতা ইসমাইল হোসেন, ডেমরা সারুলিয়ায় শ্রমিকনেতা কামরুল আহসান, আনোয়ার হোসেন এবং রাজশাহী জুট মিলে আব্দুল হামিদ, চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় শ্রমিকনেতা মছিউদ্দৌলা, দিদারুল আলম। সমাবেশে সহিদুল্লাহ চৌধুরী বলেন, যতক্ষণ না পাটকল খুলে না দেওয়া হবে, ইতিবাচক সমাধান না মিলবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। এ আন্দোলন শুধু পাটকল শ্রমিকদের নয়। সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পাট, পাটশিল্প, পাটচাষিদের বাঁচাতে হবে।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে পাটশিল্প খুলে দাও। পাট শুধু সম্পদ নয় বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির অংশ। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যেল চাহিদা রয়েছে। যখন এই চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই সরকার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের ঘোষণা দিয়েছে।