শওকত আলী ও শফিউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক
একতা প্রতিবেদক :
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কর্নেল (অব.) শওকত আলী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ১৬ নভেম্বর আলাদা আলাদা বিবৃতিতে এ দুই জাতীয় ব্যক্তিত্বের জন্য শোক জানানো হয়।
শোক বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী শওকত আলীর ভূমিকা স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শ্রমিকনেতা শফিউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে সিপিবি নেতৃবৃন্দ বলেন, এ দেশের শ্রমিক আন্দোলনে কমরেড শফিউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ভূমিকা এ দেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার সংগ্রামী জীবন থেকে নতুন প্রজন্ম শিক্ষা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সিপিবির বিবৃতিতে কমরেড শফিউদ্দিন আহমেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহযোদ্ধাদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
শান্তি পরিষদের শোক: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান এক বিবৃতিতে বলেন, শওকত আলীর মৃত্যুতে জাতি একজন অসামান্য দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা হারালো।
প্রয়াত শওকত আলী বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন উল্লেখ করে তার এ বীর মুক্তিযোদ্ধার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রথম পাতা
লুটেরা ধনিকদের লোলুপ দৃষ্টি থেকে চিনিকল বাঁচাতে হবে
রাষ্ট্রীয় চিনিকল বন্ধ নয় আধুনিকায়ন করে চালুর দাবি
ভোজ্যতেলের দামও চড়া
স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে
সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার দাবি
গত বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক
বেতন ফি মওকুফসহ ৮ দফা দাবি ছাত্রদের
কেরালায় বামদের বিপুল জয়
বিভীষণ!
Login to comment..